‘মা, আমার চশমা? আমার চশমা কোথায় মা?”
শুভ্র হাহাকার করে উঠল। শুভ্রর মা, গাঢ় মমতা নিয়ে ছেলের দিকে তাকালেন। কি অদ্ভুত ভঙ্গিতেই না শুভ্র হাঁটছে। দু’হাত বাড়িয়ে অন্ধের মত হেলতে দুলতে এগুচ্ছে। তার সামনে চেয়ার। এক্ষুণি চেয়ারের সঙ্গে ধাক্কা খাবে।
‘মা, আমার চশমা কোথায়?
বলতে বলতে সে সত্যিই চেয়ারের ধাক্কা খেল। শুভ্রর মা উঠে এসে ছেলেকে ধরে ফেললেন। শুধু ধরলেন না- চেয়ারে বসিয়ে দিলেন। তাঁর মনটাও খারাপ হয়ে গেল। এত খারাপ শুভ্র’র চোখ? চেয়ারের মত বড় জিনিসও তার চোখে পড়ে না?
কথা বলছ না কেন মা? চশমা কোথায়? ‘রাতে শােবার সময় কোথায় ছিল?
বালিশের পাশে রেখেছিলাম। মাথার ডান দিকে। সব সময় যেখানে রাখি।'
তাহলে ওখানেই আছে। ‘নেই তাে। আমি পাঁচ মিনিট ধরে খুঁজেছি।' ‘চশমা ছাড়া তুমি কিছুই দেখ না?
শুভ্র হাসি মুখে বলল, এক ধরনের প্যাটার্ন দেখি মা। লাইট এন্ড ডার্কনেস। কোথাও বেশি আলাে, কোথাও কম, কোথাও অন্ধকার - এই রকম। খুব ইন্টারেস্টিং।
ন্ট এর মধ্যে ইন্টারেস্টিং কি আছে?