দরিদ্র মানুষের যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটিমাত্র- “সুযোগ”। — ড. মুহাম্মদ ইউনূস। আর সেই সুযোগটিই হতে পারে উক্ত এই বইটি। সুতরাং “দারিদ্রমুক্ত বিশ্বের জন্যে” বইটি গোটা বিশ্বের জন্যে তো বটেই আমাদের জন্যে এটি একটি আশ্চর্য প্রদীপ। যা ঘসা মাত্রই বদলে যেতে পারে ভাগ্য। সেক্ষেত্রে বুঝতে হবে কনসেপ্ট এবং থাকতে হবে দূরদর্শীতা।
বি:দ্র: “বইটি একটু ধীরে পড়ুন এবং কনসেপ্টগুলো রিলেট করতে থাকুন। উক্ত এই বইটি পড়ার চেয়ে বুঝা অনেক জরুরি।”
দারিদ্রতা শুধু টাকার কমতি নয়, বরং নিজের কাজ করার সামর্থ্য আছে এটা বোঝার অক্ষমতাও দারিদ্রতা। দেখুন অধিকাংশ মানুষ যা চায় তা পায় না, এর প্রথম কারণটি হলো, তারা জানেই না যে, কি চাইছে। অপরদিকে ধনীরা পুরোপুরি নিশ্চিত থাকেন যে, তারা সম্পদই চান।