আনাসের সমুদ্র দেখার ইচ্ছে বহু দিনের। ছোট চাচ্চুর সাথে সমুদ্রে যাওয়ার একটা সুযোগ আসে, কিন্তু বাধা দেন মা। শেষ পর্যন্ত কি আনাস সমুদ্র দেখতে যেতে পেরেছিল?
অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলোতে ত্রাণ দিতে গিয়ে উমারের দল জানতে পারে যে, মেম্বার ত্রাণের চাল লুকিয়ে রেখেছে। কিশোর দল মেম্বারের বাড়ি থেকে লুকোনো ত্রাণের চাল উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা কি পেরেছিল তা উদ্ধার করতে?