প্রিয়নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আমরা প্রায় খুব হতাশ হয়ে যাই। ভাবি, আমার মতো দুঃখী আর কেউ নেই। অথচ দেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন কত কষ্ট করেছেন! অল্প বয়সেই বাবা-মাকে হারিয়েছেন। তাঁর দেশের মানুষ তাঁর ওপর অনেক অত্যাচার করেছে। নির্যাতন করেছে। লোকেরা তাঁর গায়ে পাথর ছুড়ে মেরেছে। যুদ্ধের ময়দানে তাঁর দাঁত ভেঙে দিয়েছে। তবুও তিনি কখনো হতাশ হননি। ন্যায়ের পথ থেকে, সত্যের পথ থেকে একটুও পিছু হটেননি। তিনি সারা জীবন সত্য কথা বলেছেন। বিপদে-আপদে, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করেছেন। আমরা চেষ্টা করব ঠিক তাঁর মতো হতে, তাঁর মতো করেই জীবন গড়তে। আমরা যদি নবিকে ভালোবেসে তাঁর অনুসরণ করতে পারি, তাঁর মতো জীবন গড়তে পারি, তাহলে আল্লাহ আমাদের ওপর খুশি হবেন। দুনিয়ার জীবনে আমাদের কোনো হতাশা থাকবে না। দুঃখ থাকবে না।