চোখের পলকে বিশাল বিশাল আগুনের গোলা এসে পড়তে লাগল তাদের মাথার ওপরে। কিছু মানুষ সেখানেই পুড়ে মরল। কেউ ছুটল তাদের বাড়ির দিকে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভাবল- যাক, বিপদ কেটে গেছে। এমন সময় তীব্র এক শব্দ হলো। তারপর দুলে উঠল মাটি। ভয়ংকর এক ভূমিকম্পে ঘরবাড়ি সব ধসে পড়ল। মানুষগুলো সব যার যার নিজের ঘরে উপুড় হয়ে মারা গেল। ধ্বংস হয়ে গেল গোটা শহর। শোয়াইব আলাইহিস সালাম ও তাঁর সাথের ঈমানদারগণ আগেই শহর ছেড়ে চলে গিয়েছিলেন, তাই তাদের কোনো ক্ষতি হয়নি। এভাবেই আল্লাহ ‘মাপে কম দেওয়া’ জাতিকে ধ্বংস করলেন। আমাদের নবি একবার আল্লাহর কাছে দুআ করেছিলেন। বলেছিলেন-‘হে আল্লাহ! তুমি আমার উম্মতকে আগের জাতিগুলোর মতো একেবারে ধ্বংস করে দিয়ো না।’ আল্লাহর নবি যদি এই দুআ না করতেন, তাহলে হয়তো যারা ওজনে কম দেয়, তাদের আল্লাহ দুনিয়াতেই আজাব দিতেন। কঠিন শাস্তি দিতেন। দুনিয়াতে আজাব না হলেও পরকালে তাদের কঠিন শাস্তি পেতে হবে। কেবল তওবা করলেই তারা এই শাস্তি থেকে ক্ষমা পেতে পারে।