ছোটোদের নবি সিরিজ ০৩ ইবরাহিম আলাইহিস সালাম
কাবাঘর নির্মাণের পর ইবরাহিম আলাইহিস সালাম আরও অনেক দিন বেঁচে ছিলেন। সারা জীবনে আল্লাহ তাঁকে অনেকবার পরীক্ষা করেছিলেন। সেই যে আগুনে ফেলে দেওয়া, নিজের একমাত্র ছেলেকে মরুভূমিতে রেখে আসা, নিজের ছেলেকে কুরবানি দেওয়া... ইবরাহিম আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষায় অত্যন্ত ভালোভাবে পাশ করেন। তিনি আল্লাহর সব আদেশ পালন করেছেন। কখনো কোনো হুকুম মানতে দ্বিধা করেননি। প্রশ্ন করেননি। তাইতো তিনি হয়েছেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। তাঁর আরেক নাম খলিলুল্লাহ। অর্থাৎ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহর সব আদেশ মেনেছেন বলেই তিনি আল্লাহর এত প্রিয় হতে পেরেছেন। তাই আমরাও চেষ্টা করব, আল্লাহর সব আদেশ মানার জন্য। আল্লাহ যা নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকার জন্য। আর আল্লাহর পথে চলতে গেলে অনেক দুঃখ-কষ্ট আসবে, অনেক পরীক্ষা আসবে। কিন্তু আমরা যদি সব পরীক্ষায় ধৈর্য ধরে পাশ করতে পারি, তাহলে ইবরাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ আমাদের ওপরও খুশি হবেন।