‘রসে ভরা বঙ্গদেশ, কত রঙ্গে ভরা’— আপ্তবাক্যটি তারেক রেজার কবিতার ক্ষেত্রেও সমানভাবে সত্য। তাই ২০১৫-তে বেরিয়েছিল ব্যঙ্গবিদ্রূপময় ও হাস্যরসাত্মক লিমেরিকের বই চতুর্দোলা। রবি ঠাকুরের ছিন্নপত্রের শিরোনাম-স্মৃতি ধারণ করে এবার কবির কাব্যঝাঁপি থেকে বেরিয়ে এল ছিন্নপদ্য। সামাজিক নকশামূলক সাহিত্যের ঐতিহ্যস্রোতে চতুর্দোলা বা ছিন্নপদ্য নিঃসন্দেহে নতুন একটি ঢেউ।
টাটকা হাসির হল্লা তোলা ছিন্নপদ্য প্রধানত সমকালের হাস্যরসাত্মক রূপান্তর, যার সঙ্গে মিশে আছে ব্যঙ্গ আর বিদ্রূপের তীব্র ছটা। কিন্তু ছিন্নপদ্য মোটেও ‘ছিন্ন’ নয়, খণ্ডিত নয়, বরং সমকালের এক সর্বপ্রান্তস্পর্শী সামূহিক উপস্থাপনা— যদিও প্রতিটি কবিতার অবয়ব নয় পংক্তিতে সংহত ও সীমাবদ্ধ।