ধানমণ্ডি লেকের এক ব্রিজের নিচে আশ্রিত এক ব্যাঙ পরিবার। শহুরে মা আর গ্রামীণ বাবার ব্যাঙ কন্যা এলেং তার বাবার সাথেই বেশি সময় কাটায়, নানান গল্প শুনে। এ নিয়ে মা ব্যাঙ কন্যাকে শাসন করে। শহুরে হওয়ার জন্য অহংবােধ করে। একদিন হঠাৎ করে বাবার মাথায় এক বিশাল প্রশ্নের উদয় হয়-এই পৃথিবীতে ব্যাঙ সৃষ্টি হলাে কী জন্য ? আমাদের কাজটা কী ? দিন যায় মাস যায়। বৈশাখ-জ্যৈষ্ঠ মাস পার হলেও তার চিন্তা শেষ হয় না। তিনি রীতিমতাে খাওয়াদাওয়া বন্ধ করে দেন। ব্যাঙ কন্যাও চিন্তায় পড়ে চিন্তায় পড়ে লেকের সব ব্যাঙেরা। তারপর বাবা একদিন উল্লাসে গেয়ে জানান, পেয়ে গেছেন তার প্রশ্নের উত্তর।