একজন ব্যক্তির চরিত্রে কত বিচিত্র সব গুণের সন্নিবেশ ঘটতে পারে তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকালে বোঝা যায়। যা নতুন প্রজন্মকে মুগ্ধ করার মতো। এই মানবিক গুণাবলির জন্যই তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা, বাংলার মানুষের প্রাণপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন। মানুষ তাকেই ভালোবাসে যার কাছে ভালোবাসা পায়, যার কাছে নিরাপদ বোধ করে। বঙ্গবন্ধু তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন মানুষ ভালোবাসার কত কাঙাল।
ইতিহাস বইয়ে নতুন প্রজন্ম যে বঙ্গবন্ধুকে জানতে পারছে, তারই গল্পরূপ এই বইয়ের লেখাগুলো, আর গল্পগুলো সাজানো ঘটনার পরিক্রমা অনুযায়ী যেন নতুন প্রজন্ম ইতিহাসের ক্রমধারার আনন্দময় পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুকে নতুন করে চিনতে পারে, বুঝতে পারে।
আজকের কিশোররা যেন বঙ্গবন্ধুর গুণে গুণান্বিত হয়, সেই আকাঙ্ক্ষা থেকেই এই গল্প লেখার সূত্রপাত। এই বইয়ে বঙ্গবন্ধুর ৩৩টি গুণ তুলে ধরা হয়েছে। যার হাত ধরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাকে আমাদের আরও নিবিড়ভাবে জানতে হবে, ধারণ করতে হবে; বঙ্গবন্ধু মানেই একটা আদর্শ।