শিয়াল বলল, এই হরিণ, শোনো,
আমাকে তোমাদের রাজার কাছে নিয়ে
যাও তো । তাঁকে প্রথম একটা সালাম
দিয়ে আসি।
হরিণ অবাক হয়ে বলল, রাজা আবার
কী?
রাজা আবার কী মানে! এই বনে রাজা
নেই?
না তো।
রাজা নেই তো বন শাসন করে কে? দুষ্ট
পশুদের শান্তি দেয় কে? অন্য বনের
পশুরা এলে তাদের তাড়িয়ে দেয় কে?
কেউ দেয় না।
কেউ দেয় না? এ তো দেখি বোকা
পশুদের রাজ্য ছিঃ ছিঃ ছিঃ! অন্য বনের
পশুরা এ খবর জানতে পারলে
তোমাদের লজ্জায় মাথা কাটা যাবে।
তবে আমি যখন এসেছি একটা ব্যবস্থা
করব। তুমি সবাইকে খবর দাও। একটা
সভা হবে।