পশ্চিমারা আমাদের বর্ণালি ইতিহাসকে অনেকটাই বিকৃত করেছে। তারা সভ্যতা ও জ্ঞানের অগ্রযাত্রায় তৃতীয় শতক অবধি গ্রিক ও রোমান পণ্ডিতদের অবদানকে স্বীকার করে। এরপর এক লাফে চলে যায় ১৫ শতকে ইউরোপীয় রেনেসাঁসপরবর্তী সময়ে। ৭ম শতক থেকে ১৫ শতক অবধি সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছিল, তারা তাকে বেমালুম চেপে যায়।
প্রখ্যাত ইতিহাসবিদ মরোয়িজ অজ্ঞাত এই সময়টিকে ‘ইতিহাসের কালো গহ্বর’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের বর্ণনা শুনলে মনে হয়, রেনেসাঁস একেবারে ফিনিক্স পাখির মতো ছাই থেকে জন্ম নিয়ে রোম ও গ্রিক সভ্যতা থেকে এক লাফে এক হাজার বছরকে অতিক্রম করে ইউরোপে চলে এসেছে!