Bernard Henri-Lévy (বের্নার অঁরি লেভি, সংক্ষেপে B.H.L.) ফ্রান্সের Ecole Normale Supérieure এর সেরা ছাত্রদের একজন। এই স্কুলে তাঁর শিক্ষকদের মধ্যে ছিলেন সাম্প্রতিক কালের বিখ্যাত দার্শনিক Jacques Derrida এবং Louis Althusser। তিনি একজন সফল বুদ্ধিজীবী, সফল সাংবাদিক, সফল শিক্ষক, সফল তথ্যচিত্রনির্মাতা, সফল গবেষক, সফল কূটনীতিক, বহু পুস্তকের রচয়িতা (যার মধ্যে একাধিক বহুবিক্রিত, ইওরোপ এবং আমেরিকায়), সফল ব্যবসায়ী, ফ্রান্সের অন্যতম ধনাঢ্য ব্যক্তি এবং সুপুরুষ (সর্বার্থে)... এক কথায় একজন অতিসফল মানুষ। ফ্রান্সে ‘নব দার্শনিক’দের (Nouveaux Philosophes) অন্যতম বলে মনে করা হয় তাঁকে। অঁদ্রে মালরোর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের অক্টোবর মাসে তিনি মাত্র ২৩ বৎসর বয়সে বাংলাদেশে এসেছিলেন যুদ্ধের রিপোর্টার হিসেবে। যুদ্ধশেষে বাংলাদেশ সরকারের জন্যেও কাজ করেন কিছুদিন। ১৯৭৩ সালে প্রকাশিত বর্তমান পুস্তক লেভির উপমহাদেশ তথা বাংলাদেশে অবস্থানের অভিজ্ঞতার অনুপ্রেরণায় রচিত।