ধর্ম সৃষ্টি কার ? সৃষ্টিকর্তার না মানুষের?
কি ছোট একটা প্রশ্ন! অথচ গোটা পৃথিবী এই প্রশ্নের ভারে কুঁজো হয়ে আছে! পৃথিবীতে আর কোনো টপিক্স নিয়ে এত চর্চা হয়নি যা হয়েছে স্রেফ ধর্ম নিয়ে। অথচ বুড়ো এই পৃথিবী এখনো আছে দুলাচলে!
একজন ছোট রিসার্চার হিসেবে বলতে পারি, “চিন্তা-উপলব্ধির, পর্যবেক্ষণমূলক একটি মাস্টারপিস মাস্ট রিড গ্রন্থ এটি।” একজন ভাবুক কিংবা জ্ঞানের ক্ষুধায় যারা কাতর তাদের সংগ্রহে বইটি রাখা একপ্রকার দায়িত্ব।
স্বভাবতই এটা এমন এক টপিক্স যেখানে প্রতি মুহূর্তেই সৃষ্টি হয় শতাধিক পথ। সেই পথ সঠিক না বেঠিক তা একজন সাধারণ মানুষ যদি সহজেই বুঝে যেত, তাহলে পৃথিবীতে এটি এখনো “টক অব দ্যা টাউন” হয়ে উঠতো না। হতো না এত রক্তপাত, ঝড়ে যেত না এত তাজা সব প্রাণ।
চিন্তা যত গভীর পথ ততটাই স্থীর।
ভাবতে গেলে তো অনেক কিছুই না ভাবলে কিছুই না। যারা আবার ভাবতে পছন্দ করে তারা আবার সেই ভাবনাকে আটকে রাখতেও পারে না। শেষ কথা, জানতে হবে এটাই সত্য। এক জীবনে কি জানলাম আর কতটুকু জানলাম তার থেকেও বড় কথা আমি জানতে কতটুকু চেষ্টা করলাম!