অজপাড়াগাঁয়ের এক ইমাম সাহেব বিপদে পড়েছেন। বিপদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। দ্বিতীয় স্ত্রীর পর পর চারবার পুত্রসন্তান হয়েছে। জন্মের পরই তারা মারা গেছে। এবার তিনি পঞ্চমবারের মতো গর্ভবতী হয়েছেন। এবারের সন্তান কি বাঁচবে? সন্তান যাতে বাঁচে এ জন্য ইমাম সাহেব তার সদ্যোজাত পুত্রের নাম দিলেন তারাক্ষ্যাপা। সন্তানের নাম উদ্ভট কিছু রাখলে, সেই সন্তান নাকি অনেক দিন বাঁচে। আমারে দেব না ভুলিতে হচ্ছে সেই গল্প, যেখানে তারাক্ষ্যাপা ধীরে ধীরে নজর আলীতে পরিণত হয়। নজর আলী হয়ে যায় দুখু মিয়া। আর দুখু মিয়া হয়ে ওঠে নজরুল ইসলাম। নজরুল ইসলাম হয়ে ওঠেন: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এক অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর, গতিময় আখ্যান। ইতিহাসের কঙ্কালে কল্পনার রক্ত-মাংসে গড়া অনবদ্য এক কাহিনির নাম: আমারে দেব না ভুলিতে