জীবনে একবার হলেও বইটি পড়ুন। পড়াটা জরুরি। এইসব বই কোটিতে একটা মিলে। অল্প কথায় চিন্তার যে বিন্যাস তিনি বইটিতে বুনে দিয়েছেন, তা বুঝতে আপনার আর বিস্তর ব্যখ্যার প্রয়োজন পড়বেনা। বইটি পড়তে শুরু করলেই আপনার ভাবনার দুর্গে কাল-বৈশাখী বইয়ে যাবে, সাহসীরাই কেবল এই ঝড়ের মোকাবেলা করতে পারবে! জনাব আহমদ শরীফের ভাবনার জগত যে কতটা সুবিশাল এবং বিস্তৃত ছিলো এই বইটিই তার প্রমাণ। কিংবদন্তী এই লেখকের যুক্তির শক্তিতে মুগ্ধ হবেন- গ্যারান্টি।
বইটা পড়ার পর অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরবে আপনাকে। নিজের মনের, মননের আর স্মৃতির পূর্ণ সচেতনতায় বিশ্বাসের যে দেয়াল আপনি তৈরি করে রেখেছেন, বিশ্বাসের সেই শক্ত দেয়ালে আঘাত করবে আহমদ শরীফ। এতদিন আপনি আপনার ভাবনার দেয়ালে যে আঘাত টা পেয়েছিলেন তা ছিল, ছোট্ট, মাঝারি এক হাতুড়ির আঘাত। কিন্তু প্রফেসর আহমদ শরীফ এবার চড়াও হবে যুক্তির, বুদ্ধির মিশেলে এক মহাশক্তিশালী বোলডুজার নিয়ে।
আহমদ শরীফের এই ডায়েরিতে নেই নিত্যকার আলু পটলের হিসেব। পাবেন না সভায় চালিয়াতির চর্বিতচর্বন। পাবেন না পরোক্ষ স্তুতি কিংবা পরের মুন্ডুপাত। পাবেন যুক্তির পরশ পাথর। এই ডায়েরির প্রতিটি পাতায় পাবেন জ্ঞানের এক অকৃতিম সাধনা। পাবেন যুক্তির যাদুতে বুদ্ধির মুক্তির সংগ্রাম। আছে ঘুণে খাওয়া সমাজের প্রতি জিজীবিষা।