চিন্তাজগৎ,লেখনীর ধাঁচে আর ঝাঁঝে তিনি ছফাকেও মাঝেসাঝে পেরিয়ে গেছেন তা বলার অপেক্ষা রাখে না। সলিমুল্লাহ খান এমন একটা ভাষায় লেখেন যে ভাষায় লিখতে হলে আমাদের বেশ কয়েকবার জন্ম নিতে হবে! কাঠখোট্টা প্রবন্ধ যে এত সরস হতে পারে তা কে জানতো? স্যারের বই পড়লে সবসময় মনে হয়, এভাবে তো ভেবে দেখি নি!
এই প্রবন্ধে আদমপুত্র হাবিল কাবিল থেকে শুরু করে ইহুদি প্রতিশোধ পরায়ন স্যামসন ও শামসুর রহমানের কবিতা অনেক কিছুই উঠে এসেছে। সংবিধানের শুদ্ধি পরীক্ষা, নাইপলের পাকিস্তান, এডওয়ার্ড সাইদের
উদ্দেশ্যমূলক ইসলাম বিদ্বেষ ও তালাল আসাদ ও ইকবাল আহমদের সত্য উন্মোচন এসব কিছুই একটি ভিন্ন মাত্রায় প্রকাশিত হয়েছে। আতশ কাচের ভেতর চোখ রাখলে দেখা যাবে সবগুলো তথ্যসূত্র একটি সূত্রে গাঁথা, আর তা হল স্বাধীনতা ব্যবসা।
আমরা যা শুনি, পড়ি বা জানি আসলে তাই ধ্রুব সত্য নয়। ধ্রুব সত্যিকে কাছাকাছি দেখতে হলে পড়তে হবে “আদমবোমা”।