বি:দ্র: “দূর্বল চিত্তের পাঠক/পাঠিকারা এই বইটি পড়ার সিদ্ধান্ত নিবেন না।”
প্রচন্ড ক্ষোভ আর রাগ থেকে বইটির প্রতিটি বাক্যের সৃষ্টি। ‘হুমায়ুন আজাদের বই পড়া যাবে না’ এই ক্যাটাগরির পাঠকের জন্য এই বইটি না। আজাদ বিদ্বেষীরা দূরে থাকুন। বীভৎস ঘটনার জীবন্ত বর্ণনা সহ্য করার ক্ষমতা থাকলেই কেবল বইটি পড়ার সাহস করবেন।
বইটি পড়ার পর শেষ পাতায় এসে খানিকটা চোখের জল গড়ায়। কিন্তু এই বইয়ের প্রতিটা লাইন পড়ে গায়ে কাটা দিয়েছে, শিউরে উঠেছি, হাউমাউ করে কেঁদেছি। অনেকদিন যাবৎ মন খারাপ। এই রেশ যে
আরও অনেকদিন থাকবে তা জানি। শুধু এইটুকুই বলি, বইটি পড়ে দুই রাত ঘুমুতে পারিনি ভয়ে, আতঙ্কে।
প্রত্যেক সবল চিত্তের পাঠক/পাঠিকার কাছে আমার অনুরোধ:- বইটি একবার হলেও পড়বেন।