“কাক-কে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”। বইটিকে কি করে মূল্যায়ন করবো জানি না! তবে সত্য যে তেতো তা আরও একবার খুব ভালো করেই উপলব্ধি করলাম। বইটির ভাষা এতটাই জঘন্য ছিল যে, পড়তে গিয়ে বেশ কয়েকবার হকচকিয়ে গিয়েছি। তবে এটাও তো সত্য, কার্যকরী কোনো ঔষধের স্বাদ মিষ্টি নয়। তেমনি এই বইটিও আমাদের সবার জন্যেই একটা অ্যান্টিভায়োটিক।
পাখির চোখে হুমায়ুন আজাদ স্যার যে বাঙ্গালিকে দেখেছেন, তার বিশ্লেষণ ও আক্রমণাত্মক কথাগুলো চিন্তার খোরাক তো যোগাবে বটেই, আমাদের পঁচে যাওয়া
মস্তিষ্ক-কেও সুস্থ করে দিবে।