জুকাশ- ক্লথিং নিয়ে কাজ করছে প্রায় অর্ধ-যুগ ধরে। জুকাশের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি। রয়েছে আউটলেট, ওয়েবসাইট থেকে সবকিছুই। তবে জুকাশ তাদের যাত্রার শুরুতে লোকাল মার্কেট তথা নিজ দেশের চাহিদা পূরণে কোনো ভূমিকা রাখতে পারে-নি। এর কারণ অনেকটাই স্ট্রাকচারাল। কেননা, লোকাল মার্কেট নিয়ে কাজ করতে হলে, প্রয়োজন একটা বিশাল সেটাপ, রিসার্চ, অ্যানালাইসিস টিম, ফ্যাশন ডিজাইনার থেকে মার্কেটার আরও কত-কি!
আমরা ফরেনারদের জন্য কাজ করতে গিয়ে কখনোই এমন জটিলতায় পড়ি-নি। কেননা, সেখানে ডিজাইন থেকে প্রতিটি
স্টেপ-ই বায়ারদের স্পেসিফিক ইন্সটার্কশন থাকে। এই কাজগুলো করা খুব একটা জটিল নয়। কেননা, এখানে আলাদা করে ক্রিয়েটিভিটির কিছু নেই। মার্কেট কলাপস করলেও তাতে জুকাশের কিছু যায়-আসে না। এই নানান সমীকরণ মিলিয়েই আমাদের লোকাল মার্কেট নিয়ে কাজ করা হয়নি। তবে ধীরে ধীরে জুকাশের প্রতিটি সেক্টর প্রসারিত হয়েছে। এখন সময় এসেছে নিজ দেশের মানুষগুলোর চাহিদা অনুযায়ী আমাদের একটা ক্ষুদ্র চেষ্টা করার। সেই চেষ্টার বহিঃপ্রকাশই:- আজকের জুকাশ।
আমরা কাজ করছি পাঞ্জাবী নিয়ে। যেহেতু আমাদের ক্লথিং এক্সপেরিয়ান্স-টা অনেকদিনের সেহেতু আমাদের ফেব্রিকস অ্যানালাইসিস-টাও বেশ দারুণ। আমরা আপনাদের চাহিদা পূরণে কতটুকু সচেষ্ট হবো জানি-না তবে প্রাইজ অনুযায়ী যে সর্বোচ্চ কোয়ালিটি প্রভাইড করবো সে-বিষয়ে কোনো সন্দেহ নেই।
আমাদের পাঞ্জাবীগুলোর ডিজাইন অ্যাপ্রুভ হয় মূলত চার ধাপে। আমরা চেষ্টা করছি আমাদের পাঞ্জাবীগুলো যেন এদেশের শিক্ষিত,রুচিশীল এবং মার্জিত মানুষগুলোর নিকট গ্রহণযোগ্যতা ধরে রাখে।
সুতরাং এখানে স্পষ্ট:- আমরা আসলে ঠিক কোন শ্রেণিটি নিয়ে কাজ করছি।
চকচক করলেই যে সোনা হয় না- তা আমরা সকলেই জানি। তাই ডিজাইনে আমরা এমন কিছু কখনোই এপ্রুভ করিনা যা শিক্ষিত শ্রেণির নিকট একটু বেমানান লাগবে। সাধারণের মধ্যেই অসাধারণ কিছু কাজ করার প্রবল ইচ্ছে আমাদের। কতটুকু কি হবে জানি না। তবে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না।
আপনি জুকাশের নিকট সবসময়ই গুরুত্বপূর্ণ। আমাদের থেকেই আপনার পাঞ্জাবী নিতে হবে এমন তো কোনো কথা নেই, তবে আমাদের-কে আপনার মাথায় রাখতে পারেন। স্পেশালি আপনি যখন পাঞ্জাবী নেয়ার কথা ভাবছেন।